ত্রিশালে স্ব-তন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি পুত্র আনোয়ার সাদাত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে তারা নানা কৌশল অবলম্বন করছেন। সেই ঢেউ থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলাও বাদ পড়েনি।

বিভাগীয় ময়মনসিংহের প্রধান জেলা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ১টি পৌরসভা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। যেখানে মোট ভোটার সংখ্যা ৩,৮৩,৭৮৪ জন,পুরুষ ভোটার সংখ্যা ১,৯৬,২৪৮জন
মহিলা ভোটার সংখ্যা ১,৮৭,৫৩৬ জন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত উপজেলার
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন ত্রিশালের এমপি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল খালেকের পুত্র সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত সিদ্দিকী’র নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন- ত্রিশাল উপজেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আনোয়ার সাদাত জানান, তিনি স্থানীয় জনগণের চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি আরও জানান- ত্রিশালবাসীর ভালোবাসায় তিনি ত্রিশালকে বহুদূর নিয়ে যেতে চান। তিনি উপজেলাবাসীর কাছে আশা পোষণ করেন তার মরহুম পিতা আব্দুল খালেক সাহেবকে যেভাবে ত্রিশালবাসী পাশে রেখেছিলেন, পাশে থেকেছিলেন।তাকেও সেভাবেই -পাশে রাখবেন, পাশে থাকবেন।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত গত ২০২৪ সালের মে মাসে আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।সেই নির্বাচনে ঘোষিত ফলাফলে আনোয়ার সাদাত আনোয়ার (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ত্রিশালের সাবেক এমপি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের ছেলে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল পেয়েছিলো ৩১ হাজার ৮৯০ ভোট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *