আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় ৭ শতাধিক অবৈধ সংযোগ বি-চ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে প্রায় ৭শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ইং) সকাল থেকে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে আশুলিয়ার গুমাইল স্কুল রোড এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিম্নমানের পাইপ, রাইজার ও অবৈধ চুলা জব্দ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের কারণে গ্যাসের অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তাই এসব অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের অভিযান চলমান থাকবে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। সূত্র জানায় একই এলাকায় ৮-১০ বার অভিযান পরিচালনা করা হলেও সকালে অভিযান রাতেই আবারও সংযোগ দেয় দালালরা। একটি অভিযানে সরকারের প্রায় দুই লাখ টাকা খরচ হয় কিন্তু দুই বছর ধরে উল্লেখ্য তেমন কোনো মামলা রেকর্ড হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *