মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিউলী আক্তার (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজের ৯ দিন পরও তার সন্ধান মেলেনি। অতঃপর থানায় জিডি।
নিখোঁজ শিউলী আক্তার উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
জিডি সূত্রে জানা গেছে, চলতি মাসের ৯ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে সে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
তার ছেলে রেজোয়ান মিয়া ১৫ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় একটি জিডি করেছে। যার নম্বর ৭০০। তার কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তার পরিবার।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এ বিষয়ে নিখোঁজ নারীর ছেলে।একটি জিডি করেছেন। নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply