শীতার্ত মান্তা সম্প্রদায়ের পাশে আরিফুর রহমান শুভ

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় নদীতে নৌকায় বসবাসরত জলে-ভাষা মানতা সম্প্রদায়ের প্রায় ১৭৮টি পরিবার বসবাস করে আজ তাদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং Abundance Of Good Inc সহযোগীতায় আজ এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নদীকেন্দ্রিক জীবনযাপনের কারণে মানতা সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বাসস্থানের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই প্রেক্ষাপটে মানতা সম্প্রদায়ের মানুষের মাঝেই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, “মানতা সম্প্রদায় সমাজের অন্যতম অবহেলিত জনগোষ্ঠী। নদীতে নৌকায় বসবাসের কারণে তারা নানাবিধ ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে। মানবিক দায়বদ্ধতা থেকেই ইয়ুথনেট গ্লোবাল তাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে।
কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। শীতবস্ত্র পেয়ে মানতা সম্প্রদায়ের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ইয়ুথনেট গ্লোবাল দেশের বিভিন্ন প্রান্তিক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *