মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদর ইউনিয়নের হুকুম চাঁদা গ্রামে তরুণ সমাজের উদ্যোগে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই ম্যাচে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে টান টান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। মাঠজুড়ে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষা অনুরাগী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ খায়ের ওরফে খায়ের চেয়ারম্যান, সঞ্চালনায় ছিলেন সমাজসেবক জিয়াউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আহম্মদ আলী সরকার, সাবেক ছাত্রনেতা শামীম মল্লিক, জুয়েল মিয়া, খাইরুল ইসলাম, রানা মিয়া, ইলিয়াস মন্ডল, মোশাররফ হোসেন, সারোয়ার সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমি নির্দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচিত হই বা না হই এই এলাকায় একটি খেলার মাঠ করে দেব, এটাই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সমাজে খেলাধুলার চর্চা থাকলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য।
বক্তারা বলেন, মহান বিজয় দিবসের মতো জাতীয় দিবসে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ বিনোদনের চর্চা বাড়াবে। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
খেলায় অবিবাহিত দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

Leave a Reply