ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী ওয়াহাব আকন্দ

আরিফ রববানী ময়মনসিংহ ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দেড় লক্ষাধিক ভোট পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিমের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিম উপস্থিত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এবারের নির্বাচনী আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি সম্পর্কে অবগত থেকে তা কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সদর আসনের ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে সাংবাদিকদের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সদর আসনের জনগণ আমার আস্থা ও বিশ্বাসের জায়গা। ২০১৮ সালের নির্বাচনেও তারা আমার পাশে ছিল। আশা করছি এবারও জনগণ তাদের রায় ধানের শীষের পক্ষেই দেবে। আমি দলের মনোনীত প্রতিনিধি মাত্র।

আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ভয় বা শঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। অতীতে জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রামে কাজ করেছি। কোনো অপশক্তি বা স্বাধীনতাবিরোধী চক্র আমাদের দমিয়ে রাখতে পারবে না।

মনোনয়ন ফরম সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: হোসনে আরা, প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, জগলুল হায়দার এবং মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মাঝ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। এ-সময়
তারা নেতার পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক আন্দোলনের পথকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

মনোনয়ন পত্র সংগ্রহ করে বিএনপি প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দলের মতবিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকারের কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন পান মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *