আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে জেলা পুলিশ সুপার।
১৭ ডিসেম্বর ২০২৫ (বুধবার) দুপুর ১২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী ময়মনসিংহ জেলার সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে পুলিশ সুপার মো: মিজানুর রহমান ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যেে পুলিশ সুপার মিজানুর রহমান- জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা আলোচনা করেন।
আলোচ্য অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল্-মামুন,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার,সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ, পুলিশ বীর মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

Leave a Reply