মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার নীলফামারী।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসক নীলফামারী ও পুলিশ সুপার নীলফামারী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
এসময় জেলা পুলিশ নীলফামারী, জেলা প্রশাসন নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগন, সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ সর্ব স্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply