বাবুগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ডিসপ্লে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর লাল-সবুজের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে একটি বর্ণাঢ্য ডিসপ্লে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিজয়ের আনন্দ উদযাপন করা হয়।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক আয়োজনে বাবুগঞ্জ উপজেলাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *