বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদ (GOP) মনোনীত প্রার্থী ভিপি নুরুল হক নুর-এর আস্থাভাজন, ইতালি প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ও বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিনের সঙ্গে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় এইচ এম ফারদিন ইয়ামিন বলেন,বাবুগঞ্জ-মুলাদীতে পাওয়ার প্লান্ট স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে- গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন, স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গণ অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ দুলাল ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার।
যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবু সায়েম, যুব নেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম রিয়াদ এবং বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ ও সাবেক সাধারণ সম্পাদক।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নয়ন ফকির এবং সাধারণ সম্পাদক কে এম আলামিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম শামীম ও সহ-সভাপতি রানা আহমেদ। সভায় দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে গণ অধিকার পরিষদ, বাবুগঞ্জ উপজেলা শাখা।

Leave a Reply