মোজাহিদ চৌধুরীর বি-রুদ্ধে অ-পপ্রচারের প্র-তিবাদ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোজাহিদ চৌধুরী তার বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন,
“আমি তৃণমূল পর্যায় থেকে বিএনপির রাজনীতি করে আসছি। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে কাজ করেছি। আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ; কারো বিরুদ্ধে অপপ্রচার করা বা ক্ষতি করা আমার কাজ নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে দলের নেতৃত্ব দিয়ে আসছি।”

তিনি আরও বলেন, “কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন সাহেবের পক্ষে আমি দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে দলের কেন্দ্রীয় নির্দেশে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার জন্য কাজ করতে হবে বলে নির্দেশ আসে। দলের প্রতি শ্রদ্ধা রেখে সদ্য মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু একটি কুচক্রী মহল আমার এই শুভেচ্ছা কর্মসূচিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।”

মোজাহিদ চৌধুরী অভিযোগ করে বলেন, “কুমিল্লার কিছু কথিত সাংবাদিক ও প্রতিপক্ষের দালাল চক্র আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় তাদেরকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “সিটি কর্পোরেশন বা কোনো ব্যক্তির অর্থ আমি আত্মসাৎ করিনি। আমি সবাইকে আহ্বান জানাই, দলের নির্দেশনা মেনে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বর্ষীয়ান নেতা মনিরুল হক চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করুন।”

— শুভেচ্ছান্তে,
মোজাহিদ চৌধুরী
সদস্য, আহ্বায়ক কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুমিল্লা দক্ষিণ জেলা,

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *