আলিফ হোসেন,তানোরঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন দলীয় মনোনয়ন পেয়েছেন।এতে দলের আদর্শিক, প্রবীণ, ত্যাগী,পরিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের পাশাপাশি তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও এখন উজ্জীবিত,ফিরেছে প্রাণচাঞ্চল্য। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শরিফ উদ্দিনের আহবানে সাড়া দিয়ে অতীতের ভেদাভেদ ভুলে বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা, আগামিতে ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ও মতবিরোধ ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল, তারাও তার আহবানে সাড়া দিয়ে নির্বাচন সামনে রেখে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিন পর দলটির দলীয় কার্যালয় নেতা ও কর্মী-সমর্থকদের পদচারণা মুখর জমজমাট হয়ে উঠেছে।রাজনীতিতে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের নেতৃত্ব, সেটাও শরিফ উদ্দিনকে দিয়ে পুরুণ হয়েছে।
জানা গেছে, রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন পর বইছে ঐক্যর হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা নিজেদের মধ্যে ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবণ করে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। এতে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে বইছে ঐক্যর সু-বাতাস।এদিকে সাধারণ ভোটারদের মাঝেও ভোট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। শরিফ উদ্দিনের মনোনয়নকে সমর্থন জানিয়ে আনন্দ-উল্লাস প্রকাশ ও তৃণমুলে উৎসবের আমেজ বিরাজ করছে।
তানোর উপজেলা বিএনপির সাবেক
সম্পাদক মফিজ উদ্দিন ও সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা অপেক্ষায় ছিলাম প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের নেতৃত্ব পেতে। মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মনোনয়নের মধ্য দিয়ে আমাদের সেই আশা পুরণ হয়েছে। শরিফ উদ্দিনকে ধানের শীষের প্রার্থী করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আসনটি এবার উপহার দিতে চাই। তানোর
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন শুধু দলের একজন নেতাই নন। এ অঞ্চলের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে তার। তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন বলেন, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন একজন উদার মনের ত্যাগী নেতা। তিনি বলেন,তাকে মনোনয়ন দিয়ে এই জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি বিএনপি সম্মান জানিয়েছে। এখন এই সম্মানের প্রতি সম্মান দিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।#
রাজশাহী-১ আসনে শরীফ উদ্দিন প্রার্থী হওয়ায় বিএনপিতে প্রা-ণচাঞ্চল্য

Leave a Reply