নাগেশ্বরীতে পাউবোর অফিস নির্মাণে জনমনে স্ব-স্তি

এম এস সাগর।।
কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরীতে পাউবোর অফিস দীর্ঘদিন থেকে অবহেলিত, জরাজীর্ণ ও পরিত্যক্ত হওয়ায় অবশেষে দুধকুমার প্রকল্পের আওতায় নতুন অফিস নির্মাণ এবং নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত থাকবে মর্মে জনমনে নেমেছে স্বস্তি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দুধকুমার প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪খ্রি. এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭লাখ টাকা বরাদ্দে নাগেশ্বরীতে পাউবোর অফিস সংস্কার বরাদ্দ পাওয়া যায়। এদিকে নাগেশ্বরীতে পাউবোর অফিস ভবনটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত। দেয়াল ফেটে গেছে, ছাদে চিড় ধরেছে। গাইডওয়ালগুলো ভেঙে গেছে। টয়লেট পুরোপুরি ব্যবহারের অযোগ্য, ঝুঁকিপূর্ণ ও ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে দুধকুমার প্রকল্পের পরিচালক কে অবগত করেন যে, পরিত্যক্ত অফিস সংস্কার করা মোটেই সম্ভব নয়। এরই প্রেক্ষিতে দুধকুমার প্রকল্পের পরিচালক প্রকল্পের কাজ পরিবর্তন করে নাগেশ্বরী পাউবোর অফিস নির্মাণে আদেশ প্রদান করে। অতঃপর দুধকুমার প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্সের আওতায় বেলাল কনস্ট্রাকশন নাগেশ্বরীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি অফিস ঘর নির্মাণ সঠিকভাবে সম্পন্ন করেন। রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্সের আওতায় বেলাল কনস্ট্রাকশন ভবনটি নির্মাণে শতভাগ কাজ করেন এবং ভবনের জালানা, দরজা ও ভিতরে সকল ফার্নিচার প্রদান করেন।

স্থানীয়রা বলছেন, দুধকুমার প্রকল্পে ২৭লাখ টাকা ব্যয়ে উপজেলা পাউবোর মতুন অফিস নির্মাণ এবং নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত থাকবে মর্মে আমরা অনেক খুশি।

ঠিকাদার বেলাল হোসেন বলেন, প্রকল্পে নির্দেশনা অনুযায়ী নির্মাণ কাজ সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে সঠিকভাবে শেষ করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্না হক বলেন, অফিস নির্মাণ কাজ সুষ্ঠুভাবে তদারকির মাধ্যমে গুণগতমান বজায় রেখে কাজ শেষ হয়েছে।

দুধকুমার প্রকল্পের পরিচালক ও তৎকালীন রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী বর্তমানে পাউবোর প্রধান কার্যালয়ে অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মাহবুব রহমান বলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি জেনেছি প্রকল্পের কাজ বিধি মোতাবেক সম্পূর্ণ হয়েছে।

কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, নাগেশ্বরীতে পাউবোর অফিস নির্মাণ কাজ সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে শেষ হয়েছে এবং অফিসের জানলা, দরজা ও ফার্নিচার ঠিকাদারের কাছ থেকে বুঝিয়ে নেয়া হয়েছে।

রংপুর বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. সরফরাজ বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি জেনেছি দুধকুমার প্রকল্পে আওতায় নাগেশ্বরীতে পাউবোর অফিস নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে নীতিগত কোনো সমস্যা নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *