নলছিটির ডেবরা মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ২০২৫ অ-নুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নিয়মিত অধ্যয়ন বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান

১০ নভেম্বর রোজ সোমবার সকাল ১০ টায় ডেবরা মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “অভিভাবক সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা আঃ রব হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং মাদ্রাসার অগ্রযাত্রার নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব মোঃ শাহজাহান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদার।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে এক উষ্ণ ও শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষকরা জ্ঞান ও নৈতিকতার দিশা দেন, আর অভিভাবকরা সন্তানদের নিয়মিত অধ্যয়ন ও আচরণে দিকনির্দেশনা প্রদান করেন।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পাঠাভ্যাস, নৈতিকতা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

পরিশেষে দেশ, জাতি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।
দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক হযরত মাওলানা আঃ রব হাওলাদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *