সুন্দরগঞ্জে ন্যায় বি-চারের আশায় প্রশা-সনের দ্বারে দ্বারে ঘুরছেন এতি-ম মেয়ে জবা

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার

 বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে জবা খাতুন (২৫) এর সাথে একই ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের বদিয়া রহমানের ছেলে আলম মিয়া(২৮) এর বিয়ে হয়। বিয়ের পরে তাদের সংসারে ১জন ছেলে সন্তানের জন্ম হয়। এরপর থেকে আলম মিয়া জবাকে বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা আনার জন্য চাপ দেয়। জবা বিধবা মায়ের নিকট থেকে টাকা আনতে অস্বীকার করায় স্বামী আলম মিয়া তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। আলম মিয়ার পূর্বের স্ত্রী ও ৩ জন সন্তানের কথা গোপন করে প্রতারণার মাধ্যমে এই বিয়ে করেছে। জবা জানান, প্রথম থেকে সংসার টিকিয়ে রাখার জন্য সে নানা অত্যাচার সহ্য করে আসছেন।

একপর্যায়ে চলতি মাসের ২ নভেম্বর সকালে আলম তার বাবা ও ৩ বোন সাথে নিয়ে জবা খাতুনকে বেধড়ক মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে জানা গেছে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় জবাকে ভ্যানে করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তার মা খবর পেয়ে চিকিৎসা শেষে মেয়েকে নিয়ে নিজ বাড়িতে যান। বর্তমানে জবা তার সন্তানকে নিয়ে বিধবা মায়ের সাথে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগী জবা ও তার বিধবা মা বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নিকট সুদৃষ্টি কামনা করছেন। 

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় এজাহার দেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *