এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে উৎসবমুখর পরিবেশে সঁাতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হেমরাজপুর সবুজ বাংলা যুব সংঘের চেয়ারম্যান আমিনুল হকের আয়োজনে ও উপজেলা ভঁায়না ইউনিয়নের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় স্থানীয় হেমরাজপুর পুকুরে এই সঁাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অদ্যাপক কে,এম হেসাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জামায়াত নেতা শাহজাহান মন্ডল ও হাসান আলী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, সঁাতার শুধু একটি খেলা নয়, এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা। আমাদের দেশে প্রতিবছর নদী ও পুকুরে অসংখ্য মানুষ ডুবে প্রাণ হারান, এজন্য প্রতিটি মানুষের সঁাতার জানা অত্যন্ত প্রয়োজন। সঁাতারের মতো খেলাধুলা মানুষের শরীর-মনকে সুস্থ রাখে ও আত্মবিশ্বাস বাড়ায় । তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ শুধু খেলাধুলার প্রতি উৎসাহী হবে না, বরং জীবনের জন্য প্রয়োজনীয় এক গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করবে। পরে আনুষ্ঠানিকভাবে সঁাতার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply