বরিশাল, বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু করেছেন। তারই অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নের ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ আজ থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন।
শিক্ষকরা জানান, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা বলেন—
> “আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে দেশের সকল শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করছেন।”
এসময় শিক্ষকরা ঐক্যবদ্ধ কণ্ঠে আরও বলেন—
> “শিক্ষক সমাজের দাবি মানতে হবে, শিক্ষার মর্যাদা রাখতে হবে!”
শিক্ষকদের এই কর্মবিরতির ফলে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে দাবি পূরণে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগের প্রত্যাশা করেন তারা।

Leave a Reply