ত্রিশালে পুলিশের অভি-যানে সন্ত্রা-সবিরোধী আইনে নি-ষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রে-প্তার-৭

নিজস্ব প্রতিবেদক :
সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ (ত্রিশাল শাখা) এর সহ-সভাপতি জয়নাল আবেদীনও রয়েছেন। গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ত্রিশাল থেকে ঢাকার উত্তরা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় নিষিদ্ধ সংগঠনগুলোর এই নেতাকর্মীরা। এরেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের নেতৃত্বে অংশ নেন থানা টিম। ৭,৮ ও ৯ নভেম্বর তিনদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক কর্মী নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দেন জয়নাল আবেদীন ও তার সহযোগীরা।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ছিল। এদিকে, পুলিশ কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *