তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা মহানগর, আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (শনিবার) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ১/১১ পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার পরিবারগুলোর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাজী আমিনুর রশিদ ইয়াছিন দলীয়ভাবে ত্যাগী, নিবেদিতপ্রাণ ও নির্যাতিত নেতা। অথচ কুমিল্লা-৬ আসনে তাকে মনোনয়ন না দিয়ে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।
বিএনপি নেতা মাহাবুব চৌধুরীর স্ত্রী ও স্কুলশিক্ষক নাসরিন খানম ও সাবেক ছাত্র দলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর স্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “আমরা নির্যাতিত পরিবারগুলো আশা করছি, তারেক রহমান ভাই মনিরুল হক চৌধুরীকে বাদ দিয়ে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে ধানের শীষ প্রতীক দেবেন। তিনিই আমাদের সত্যিকারের জননেতা।”
এ সময় নির্যাতিত পরিবারগুলোর সদস্য ও কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply