শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্র-চেষ্ঠার প্রয়োজন – এনামুল হক এনাম

প্রেস বিজ্ঞপ্তি।। পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ গতকাল শনিবার সকালে মাদ্রাসা মাঠে আলমদারপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদ আলম আলমদারের সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সুপার আবুল হাসানাত মোহাম্মদ নুরুল মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম।
প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদুল আলম।
সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় বায়তুশ শরফ চট্টগ্রামের প্রধান মুহাদ্দিস মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মোহাম্মদ সাহাব উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা ছগীর আহমদ, সালাহ উদ্দীন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব ঈসমাইল হোসেন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাইনুল ইসলাম ছোটন
ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার,ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম আলমদার, কাজী জসীম উদ্দিন, রহমত উল্লাহ চৌধুরী, ডাক্তার আবু সৈয়দ,শামীম চৌধুরী, মোহাম্মদ আরমান আলমদার, শিক্ষক- মাও. মাহবুব, মাও. ইছা, কলিমুল্লাহ, আকলিমা, নিগার, মামুন, দ্বীনুল ইসলাম, নজরুল, তারেক, হারুন প্রমুখ।

এই সময় প্রধান অতিথি আলহাজ্ব এনামুল হক এনাম বলেন,শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরি।
একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্ঠার প্রয়োজন। তাই তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদেরকে আরো সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন বর্তমানে মাদক ও মোবাইলের প্রতি শিক্ষার্থীদের আসক্তি তাদেরকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে। এজন্য তিনি অভিভাবকদেরকে এ ব্যাপারে বিশেষ সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন।
অত্র মাদ্রাসার সুপারের মিলাদ শরীফ পাঠ ও খতিব মাওলানা আব্দুর রহিমের মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

ছবির ক্যাপশন- পটিয়া আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি আলহাজ্ব এনামুল হক এনাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *