শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (৮ নভেম্বর) সকালে ও দুপুরে রাজাপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৩/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের মোঃ মনিরের আমবাগানের মধ্যে হাবিলদার মোঃ আকরাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে সকাল আনুমানিক ৭টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের মোঃ সালাম হোসেনের ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়মিত টহলের সময় হাবিলদার মোঃ সাইফুর ইসলামের নেতৃত্বে চারজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত গমনকালে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। আটক পুরুষের নাম দীপংকর কুমার সরকার (৩৩), পিতা হরেন্দ্রনাথ সরকার, গ্রাম হোসেনপুর, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরা।আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
শহিদুল ইসলাম
মহেশপুর, ঝিনাইদহ।

Leave a Reply