ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন মুরাদনগর বিএনপির দু-র্গ-কায়কোবাদ

তরিকুল ইসলাম তরুন, মুরাদনগর থেকে

মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে বিএনপির জনসভায় উপচে পড়া জনতার ঢল নামে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের পর মিছিল এসে যোগ দেয় সভাস্থলে। চারদিক মুখরিত হয়ে ওঠে — “খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”, “কায়কোবাদ দাদাভাই জিন্দাবাদ” স্লোগানে।

বিকেল ২টা থেকে শুরু হওয়া সমাবেশে মানুষের ঢল পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তার বক্তব্যে তিনি বলেন,

“আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারি, যারা জেল খেটেছে, মামলা খেয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের সম্মান ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। তারা আমাদের ত্যাগী সৈনিক, তাদের জন্যই বিএনপি আজও টিকে আছে।”

জনতার ভালোবাসায় আপ্লুত কায়কোবাদ বলেন,

“আজকের শ্রীকাইলের মানুষের ভালোবাসা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের কামলা, মুরাদনগরের গরিব নারী-পুরুষই আমার নেতা। আমি তাদের জন্যই রাজনীতি করি।”

তিনি স্মৃতিচারণ করে বলেন,

“২০০১ সালে হজে গিয়েছিলাম। সবাই বলেছিল, আমি গেলে নির্বাচনে হারব। আমি বলেছিলাম, পাশ করানোর দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহই আমাকে সেই নির্বাচনে জয়ী করেছেন।”

জামায়াতে ইসলামী প্রসঙ্গে কায়কোবাদ বলেন,

“যে জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, আজ তারাই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে— এটা অকৃতজ্ঞতার নামান্তর। ধর্মের নামে মোনাফেকি করা ঠিক নয়।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন,

“২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত মুরাদনগরের যে রাস্তাঘাট, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠানের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *