ধানের শীষ প্রতীক আমার একার নয়, সবার’ — পিরোজপুরে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি //

পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, “ধানের শীষ প্রতীক আমার একার নয়, এ প্রতীক বিএনপির সকল নেতা কর্মি সবার। এই প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে এই আসন উপহার দেওয়া আমাদের অঙ্গীকার হোক।”

শুক্রবার সকালে নেছারাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নেছারাবাদ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

বিএনপি প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আমাদের নেতাকর্মীরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছেন। এখন ঘরে ফসল তোলার সময়। এই নির্বাচনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করার সুযোগ এসেছে।”

তিনি আরও বলেন, “যারা ভবিষ্যতে মেয়র, চেয়ারম্যান বা কাউন্সিলর হতে চান, তারা এখন থেকেই ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। রাজনীতি মানে দেশ ও মানুষের প্রতি একটা দায়িত্ব ও অভিলাষ। যার আকাঙ্ক্ষা নেই, তার রাজনীতি করারও প্রয়োজন নেই। দলের জন্য কেউ কাজ না করলে তাকে আমরা সরিয়ে দেব। কারন এখানে যোগত্যতা সম্পন্ন নেতাকর্মীর অভাব নেই।”

সোহেল মঞ্জুর সুমন সতর্ক করে বলেন, “যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের বিরুদ্ধে কাজ করছেন, তাদের দলে কোনো স্থান হবে না। এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে বিএনপির এক পতাকা তলে আসার। দেশের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য।”

এর আগে সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বর থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিছুজ্জামান প্রমুখ।

পরে বিএনপি প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *