গোপালগঞ্জ জেলা পুলিশের কি-ট প্যারেড অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে, জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

কিট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারে ইস্যুকৃত সামগ্রী যাচাই করেন।

পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ জেলার পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রী সঠিকভাবে রক্ষণাবেক্ষণসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *