গোদাগাড়ীর মহিশালবাড়ীতে মহাসড়কের পাশে ম-য়লার ভাগাড়-জ-নদুর্ভোগ চ-রমে

মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহী – চাঁপাইনবাবগজ্ঞ মহানগরী সড়কের পাশে প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভায় ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার ভাগাড় । টলি, ভ্যানে, অটো করে বিভিন্ন স্থান থেকে এনে ময়লা, মুরগির বৃষ্টা, রক্ত, পর, পাখা, নাড়ী, ভুড়ি, বাসাবাড়ী পচা, দুর্গন্ধযুক্ত ময়লা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এ মহা সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী রাজশাহী, বগুড়া, রংপুর, ঢাকাবাসসহ ট্রাক, মিনি ট্রাকসহ হাজার হাজার হালকা – ভারী যানবাহন চলাচল করে, লাখ লাখ যাত্রী সাধারণকে খুব কষ্ট করে, নাকে রুপাল দিয়ে ওই স্থান পার হতে হয়। জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী, এলাকার সাধারণ মানুষ নাকে রুমাল দিয়ে মারাত্বক স্বাস্থ্য ঝঁকি নিয়ে চলাচল করছেন। ওই ময়লার স্তুূপে খাবারের খোঁজে কাঁক, বিড়াল, কুকুরের পাশাপাশি জড়ো হয় গরু, ছাগল ফলে পুরো সড়ক জুড়েই থাকে তাদের রাজত্ব। স্থানীয়রা বলছে, মহাসড়কের এমন পরিবেশ দেখেও যেন না দেখার ভ্যান করে এড়িয়ে যান পৌর কর্তৃপক্ষ।

মহিশালবাড়ী বাজার কমিটির সদস্য ও পরফেট ফ্যাশানের মালিক সাদেকুল ইসলাম জানান, রাজশাহী- চাঁপাই মহানগরী সড়কের পাশে ময়লার ভাগাড় সত্যি দুঃখজনক। এ ব্যপারে পৌরসভার প্রশাসক, সচিবদের দ্রুত পদক্ষেপ নিয়ে এটা বন্ধ করে বিকল্প স্থানে ফেলার ব্যবস্থা করা উচিৎ। সভার আগে জনদুর্ভোগের কথা বিবেচনা করতে হবে।

বিএনপির নেতা, সমাজ সেবক আব্দুল হান্নান বলেন, মহাসড়ের পাশে ময়লার ভাগাড় থাকায় জনসাধারনের অসুবিধা হচ্ছে। গত ১৬/১৭ বছরে পতিত শেখ হাসিনার দোসর, আওয়ামীলীগ নেতারা পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করলেও পৌরসভার ময়লা ফেলার স্থান করতে পারেন নি ফলে পৌরসভার বিভিন্ন স্থানে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে।

গোদাগাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মোফাজ্জুল হোসেন মোফা বলেন, বার বার পৌরকতৃপক্ষকে তাগাদা করে কোন লাভ হয় নি। এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ মায়লা নিয়ে এসে এখানে জড়িয়ে ছিটিয়ে রাখে নিষেধ করেও কাজ হয়। সরকার পরিবর্তন হয়েছে অনেক স্তরে সংস্কার হচ্ছে, এ জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। এ মহাসড়কে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রাখা ঠিক না। বন্ধে জরুরী পদক্ষেপ নেয়া প্রয়োজন।

নাম প্রকাশ না করা শর্তে একজন এমবিবিএস ডাক্তার বলেন, মহাসড়কে পাশে ওপেন ময়লার স্তূপ থাকায় মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুকিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন ধরণের অসুখ আক্রান্ত হবে পারে মানুষ। জরুরি ভাবে এটা বন্ধ করা প্রয়োজন।

গোদাগাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিবের দায়িত্বে থাকা সারোয়ার জাহান মুকুলের সাথে মোবাইলে যোগাযোগ করে হলে তিনি বলেন করা ফেরছেন তাদের ব্যপারে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *