রক্সী খান মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ, অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. অহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোছাম্মৎ হাসিনা মমতাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, মোট ৩৯ জন দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীর মাঝে এক লক্ষ ৮৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সর্বনিু ২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এক আশীর্বাদ স্বরূপ।
রক্সী খান,মাগুরা।
মাগুরায় দু-স্থ, অ-সহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

Leave a Reply