ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান দুলাল শরীফকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। বৃহষ্পতিবার (৬ই নভেম্বর) ভোর ৪টার পরে পৌর এলাকার মালিপুরের নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। নলছিটি থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-১২, জি, আর ২৫/২০২৫, তারিখ-২৫/০২/২০২৫ ইং) তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাব আলী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুলাল শরীফ তার দেশীয় অস্ত্র সস্ত্রসহ দলীয় ক্যাডার বাহিনী নিয়ে নলছিটি শহরের ব্যবসায়ী আজমল হোসেনের ব্যাবসায়ীক প্রতিষ্ঠান সোনালী ট্রেডার্সে পবেশ করে দোকানের ক্যাশে থাকা ৪০হাজার টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ওই ব্যাবসায়ী ব্যাবহৃত মোটর সাইকেলটিও পিটিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে যায়। ওই সময় আ’লীগ সরকার ক্ষমতায় থাকায় ভুক্তভোগী মামলা করতে পারেননি। পরবর্তীতে ফ্যাসিস্ট আ’লীগ সরকারের পতন হলে ২০২৫ সালের ২৫শে ফেব্রæয়ারি ব্যাবসায়ী আজমল হোসেন নিজে বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক এমপি আমির হোসেন আমুর আদরের দুলালকে গ্রেফতার করতে সক্ষম হলো নলছিটি থানা পুলিশ। স্বস্তির নিঃশ^াস ছাড়লো নলছিটিবাসি।
কে এই দুলাল শরীফ? ৮০’র দশকে নলছিটিকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলেন এই দুলাল শরীফ। ১৯৮২ সালে এরশাদ সরকার ক্ষমতায় আসার পরে এক সময়ের পূর্ব বাংলার সর্বহারা পার্টির স্বসস্ত্র গ্রæপের সক্রিয় সদস্য দুলাল শরীফ যোগ দেন জাতীয় পার্টির ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজে। বিগত দিনে গোপনে সর্বহারা পার্টির কার্যক্রম চালালেও নতুন বাংলা ছাত্র সমাজে যোগ দিয়ে প্রকাশ্যেই শুরু করেন সন্ত্রসী কার্যক্রম। নলছিটিতে শুরু খুন যখমের রাজনীতি। ৯০সালে এরশাদ সরকারের পতনের পরে ভোল পাল্টে জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক বনে যান দুলাল শরীফ। চলতে থাকে তার সন্ত্রাসী কর্মকান্ড। তার এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দরকার হয় সরকারি পৃষ্ঠপোষকতা। যে কারণে সরকার বদলের সাথে সাথে দল বদল করে থাকেন তিনি এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর আশীর্বাদ নিয়ে যোগ দেন আ’লীগে। এরপর বিগত ১৬ বছর আর পিছন ফিরে তাকাতে হয়নি দুলাল শরীফকে। নিবিঘেœ চালিয়েছেন সন্ত্রাসী চাঁদাবজি। হয়ে উঠেছেন আমির হোসেন আমুর আস্থাভাজন। আমুর আশীর্বাদে দলীয় মনোনয়ন নিয়ে হয়েছেন নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
ভ’ক্তভোগী ব্যাবসায়ী প্রায় ৮ মাসে আগে নলছিটি থানায় এ মামলা দায়ের করলেও এতোদিন তাকে কেন গ্রেফতার করা হলো নলছিটির সাধারণ মানুষের মনে তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নলছিটি শহরের একজন সচেতন নাগরিক প্রশ্ন তুলেছে এতোদিন দুলাল শরীফ বীরদর্পে নলছিটি শহরে ঘুরে বেড়ালেও কেন পুলিশ তাকে গ্রেফতার করেনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম জানান, গ্রেফতারের পরে নলছিটি থানার মামলা নং-১২, জি, আর ২৫/২০২৫, তারিখ-২৫/০২/২০২৫ ইং। আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রæত বিচার আইন-২০০২ এর ২ (আ), (ই), (ঈ), (উ)/৫, তৎসহ ৩৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪৩৬ পেনাল কোড ধারায় ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply