গণঅ-ভ্যুত্থানের পর পুরনো রাজনৈতিক ব্যব-সা পুনরায় শুরু: সারজিস আলম

মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গুলি চালিয়ে প্রায় হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে এবং অভ্যুত্থানের পর গঠিত নতুন বাংলাদেশের ব্যবস্থায় পুরনো রাজনৈতিক ব্যবসা আবার চালু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আগের রাজনৈতিক দলগুলো আবারও ধান্দাবাজিতে লিপ্ত হয়েছে। গণঅভ্যুত্থানের পূর্বের সিস্টেম আবার চালু হতে শুরু করেছে, কেউ কেউ আরও খারাপ অবস্থা তৈরি করছে। চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার পর্যন্ত একই ঘটনা পুনরায় ঘটছে।

সারজিস আলম আরও জানান, আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাস আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা হয়নি। তিনি বলেন, নতুন করে বাংলাদেশের এই হালটা যদি আমরা না ধরি, তাহলে আগের মতো কালো শুকুনের হাতে দেশ চলে যাবে। অভ্যুত্থানের পর আমাদের দায়িত্ব শেষ নয়। যারা জীবন দিয়েছে বা আহত হয়েছে, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে জীবন শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।

তিনি উপস্থিত কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার এবং সৎ ও জবাবদিহিমূলক শাসনের দাবি জানাতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় এনসিপির জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *