বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ কুমিল্লা মহানগর শাখার পরিচিতি সভা অ-নুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি : মোঃ তরিকুল ইসলাম তরুণ

বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের রুচি বিলাস রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তালীমে হিযবুল্লাহর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মোঃ ছফি উল্লাহ মাহমুদী।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি আবদুল মতিন,
এবং সঞ্চালনা করেন মোঃ লিয়াকত আলী।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আবুজর মোঃ শামসুদ্দোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিযবুল্লাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ রুহুল আমিন পীর সাহেব,
বাংলাদেশ ইসলামী কাফেলার কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ সাইদুল ইসলাম মাহমুদী,
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান সিদ্দিকী,
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া,
ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মেহেদী হাসান,
এবং হুমায়ূন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিচিতি পর্ব শেষে অতিথিবৃন্দ সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি ছিল সোনাকান্দা দরবারের একটি অঙ্গ আয়োজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *