এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের নলডাঙ্গায় ৪নং পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল বিলপাড়া, সোনার মোড়, এবং কাসেম বাজারে বিএনপির কর্মীসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন ২০২৬ সামনে রেখে ৪নং পিপরুল ইউনিয়নের বিভিন্ন জায়গায় কর্মীসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলার আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং নলডাঙ্গা পৌর বিএনপির (সাবেক) সভাপতি এম এ হাফিজ।
নাটোর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী বাবলু। নলডাঙ্গা উপজেলা বিএনপি (সাবেক) সাংগঠনিক শরিফুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়ন বিএনপি (সাবেক) সভাপতি আশরাফুজ্জামান হুমায়ন, পিপরুল ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অরুপ কুমার দেব মিঠন, যুগ্ন সাধারণ সম্পাদক মহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি জানেআলম হাসু। সাবেক সভাপতি আতাউর রহমান, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ, ওয়ার্ড বিএনপি কালাম, প্রমুখ।
নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভায়ের পক্ষে ধানের শীষের ভোট চাইলেন আশরাফুজ্জামান হুমায়ন শিকদার।
এসময় উপস্থিত নেতারা ধানের শীষের পক্ষে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে বক্তব্য প্রদান করেন।

Leave a Reply