রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন গোল্ড কাপের প্রথম সুপার ফোরের ম্যাচে বিবি ড্যাং মাঠে অংশ গ্রহন করেন বাসুদেবপুর ইউপি ফুটবল দল ও গোগ্রাম ইউপি ফুটবল দল। এতে গোগ্রাম ইউপি ফুলবল দল ২ -০ গোলে জয়লাভ করেন।
৫ নভেম্বর আজ বুধবার উপজেলার মাটিকাটা আর্দশ ডিগ্রি কলেজ মঠে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে দেওপাড়া ইউপির ফুটবল দল বনাম রিশিকুল ইউপি ফুটবল দল অংশ গ্রহন করে প্রথম অর্ধে কোন পক্ষেই গোল করতে পারেনি। দ্বিতীয় অর্ধে বেশ আক্রোমন পাল্টা আক্রোমন করেন। কিন্তু কোন পক্ষ গোল করতে না পারায় গোল শূন্য ড্র হয়। উভয় দল ১ পয়েন্ট পান।
গত ২৩ অক্টোবর এ উপজেলা প্রশাসন গোল্ড শুরু হয়। ২ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন পরিষদের মোট ১১ টি দল অংশ গ্রহন করে। এতে ব্যপক প্রতিদ্বন্দিতা করে সুপার ফোরে জায়গা করে নেন। বাসুদেবপুর ইউপি, রিশিকুল ইউপি, দেওপাড়া ইউপি, গোগ্রাম ইউপি।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। মাটিকাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান টিটু, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক কলামিস্ট মোঃ হায়দার আলী, সাংবাদিক সাইফুল ইসলাম, শিক্ষক নুমান আলী।
খেলা পরিচালনা করেন, কবিরুল ইসলাম,
রফিকুল ইসলাম, সেলিম রেজা।
ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, তোহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, সুজন, বরকত উল্লাহ।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন ফুটবল গোল্ড কাপ ২০২৫ মাঠ প্রস্ততি, খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেছেন গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা প্রশাসন।
আসুন মাদককে না বলি সুন্দর বাংলাদেশ গড়ি, মাদক একটি পরিবার, সমাজ, দেশকে নষ্ট করে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, যুবসমাজসহ বিভিন্ন পেশার মানুষকে সাথে নিয়ে নানামূখি পদক্ষেপ গ্রহন করে গোদাগাড়ীতে একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন ইউএনও।
গোদাগাড়ী উপজেলার ২ টি পৌরসভা, ৯ টি ইউনিয়ন পরিষদে ৯৯ ক্লাব তৈরী করে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের জন্য ক্রিকেট, ফুটবল, গোল বার, হ্যান্ডবলসহ খেলাধুলা বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। এলাকার ছাত্র ছাত্রী, যুবসমাজ, স্মার্ট মোবাইল, মাদক ছেড়ে বিকালে খেলার মাঠে ফিরতে শুরু করেছেন। খেলার মাঠগুলিতে ছোট, বড়, সব বয়সী মানুষ খেলার মাঠে উপস্থিত হতে শুরু করেছেন।
অপরদিকে পিতা-মাতার সাথে প্রতিটি ইউনিয়নের মিনি পার্ক গুলিতে শিশুদের বিনোদনের প্রতিযোগিতা চলছে। যা শিশু বিকাশের অন্যতম মাধ্যমে পরিনত হয়েছে।
তারই ধারা বাহিকতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নতুন ইতিহাস সৃষ্টি করে উপজেলা প্রশাসনের আয়োজনে
১১ টি ভ্যানুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “উপজেলা প্রশাসন গোল্ড কাপ -২০২৫”
খেলায় সতর্ক বার্তাঃ কোনো খেলোয়াড় যদি মাঠের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে ঐ দলকে নগদ ৫০,০০০/- টাকা জরিমানা ও ঐ ইউনিয়নের খেলোয়াড় উপজেলা দলে কোনো খেলায় অংশগ্রহণ করতে না।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এ প্রসঙ্গে বলেন, আমি গোদাগাড়ীতে জয়েন্ট করার পর মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের , ভয়াবহতার গল্প শুনেছি। মাদকসেবীদের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পিতা মাতা, স্ত্রী যখন অভিযোগ নিয়ে আসেন, তাদের করুন ঘটনাবলী শুনে আমি মর্মহত হই। শুধু আইন দিয়ে মাদক বন্ধ করা যাই না। গোদাগাড়ীবাসীর সবাইকে নিয়ে মাদক বন্ধ করার চেষ্টা করে যাচ্ছি। শিশু, যুবসমাজ যেন স্মাট, মাদক থেকে দূরে থেকে লিখা পড়া ও খেলাধুলায় ব্যস্ত থাকে সেদিন বিবেচনা করে খেলাধুলার সামগ্রী বিতরন, প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় বিনোদন পার্ক তৈরী করা হয়েছে যা সুফল আপনারা দেখতে পাচ্ছেন। মাদকসেবীদের পুন:বাসন করে করে হয়েছে যেন তারা স্বাভাবিক ফিরে আসতে পারেন।
মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Leave a Reply