‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অ-বৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ ‎

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশপর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌ-পুলিশ। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর ডালার পাড় গ্রামে  রাতের আধারে চলে অবৈধ ভাবে বালু উত্তোলন।   নদীর পাড়কেটে বালু উত্তোলন করে কৃত্রিম নদী বানাচ্ছে  জামাল ও নয়ন। এই সংবাদ প্রকাশের  পর জোড়ালো অবস্থানে অভিযানে নেমেছেন তাহিরপুর উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ সদস্যরা। জানা যায় যাদুকাটা নদীর তীরে অবস্থিত ডালার পাড় গ্রাম, যেখানে মাস খানেক ধরে চলছে অবৈধভাবে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন। এই বিষয়টি জানার পর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে   রবিবার রাতবর যাদুকাটার ডালার পাড় গ্রামে অবৈধভাবে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ  করতে জোড়ালো অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার পাশাপাশি  বিজিবির অভিযানে জব্দ করা হয় অনেক গুলি বোমা মেশিন । অভিযানের  খবর পেয়ে  বালু উত্তোলনকারী জামাল ও নয়ন (জামাই শশুর) মিলে শুরু করে চোর পুলিশ খেলা। অন্যদিকে ডালারপাড়ে বসানো হয়েছে নৌ- পুলিশের জোড়ালো অবস্থান।
‎জানা যায় তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পার্শ্ববর্তী ডালারপাড় গ্রামের বাসিন্দা  বিল্লাল মিয়ার বাড়ির পিছনে যাদুকাটা নদীর তীরে প্রতিনিয়ত রাতের আধাঁরে অবৈধ ভাবে ইজারা বিহীন  বনও খনিজ মন্ত্রণালয়ের জায়গা থেকে কোটি কোটি  টাকার  বালু উত্তোলন করে নিয়ে  যাচ্ছে এই জামাই শশুরের চক্র। 
‎তারা হলেন ডালার পাড় গ্রামের বাসিন্দা মৃত ইশু মিয়ার ছেলে জামাল উদ্দিন এবং তার মেয়ের জামাই নয়ন মিয়া। যাদের নেতৃত্বে পাড়কেটে ডালারপাড়  গ্রামের ভিতর দিয়ে কৃত্রিম নদী বানানো হচ্ছে ?  যা এলাকার গ্রামবাসীর বাড়িঘর, রাস্তাঘাট নদীর গর্ভে বিলিনের পথে।  শতশত বাড়ি ঘর রয়েছে নদীর স্রুতের মুখে?  অবৈধভাবে বালু উত্তোলন করে জামাই শশুর মিলে ডালার পাড় গ্রামকে বানাচ্ছে কৃত্রিম নদী । আর এসব কিছু চলছে তাহিরপুর থানা পুলিশের চোখের সামনে?   এতে করে হুমকির মুখে পড়েছে প্রায় চার হাজার মানুষের বাড়িঘর। রাত ৩টা থেকে ভোর সকাল ৮ টা পর্যন্ত চলে অবৈধ বালু উত্তোলন। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর কঠোরভাবে নদীর পাড়কাটা বন্ধ করতে অভিযানে নামেন উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। জানা যায় যাদুকাটা নদীর ডালার পাড়ে নিয়মিত নৌপুলিশের কঠোর অবস্থান রয়েছে।
‎এব্যাপারে সুনামগঞ্জ  নৌ -পুলিশ পাড়ির এস জাহাঙ্গীর জানান আমরা জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার মাধ্যমে জানতে পারি ডালারপাড় গ্রামে একটি বালু খেঁকো চক্র নদীর তীরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে একটি কৃত্রিম নদী বানানোর চেষ্টা করছে।  এই খবর পেয়ে আমাদের নৌ-পুলিশ, ডালারপাড় গ্রামে ২৪ ঘন্টা অবস্থানে রয়েছি, যদি কোন ব্যাক্তি বালু উত্তোলনের চেষ্টা করে সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবং জামাই শশুর যেই হোক না কেনো জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
‎এব্যপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডালার পাড়ের বিষয়টি নিয়ে আমাদের উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *