মুকসুদপুরে নবাগত কৃষি অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের নে-তৃবৃন্দ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সদ্যযোগদানকারী উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল রোমান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নবাগত কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানকে নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার মানবিক সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম নবাগত উপজেলা কৃষি কর্মকর্তার বলিষ্ঠ নেতৃত্বে উপজেলার সকল শ্রেণি-পেশার সাধারণ কৃষক ও সেবা গ্রহীতারা যেন মাঠ পর্যায়ে যথাযথ সেবা ও কৃষি সংক্রান্তে সঠিক পরামর্শ পাবেন এমনটি প্রত্যাশা করেন এবং তার সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান সততা ও নিষ্ঠার সাথে সেবা গ্রহীতাদেরকে তার দপ্তর থেকে কৃষি সংক্রান্তে সরকার প্রদত্ত সকল ধরনের সেবা আন্তরিকতার সাথে প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *