রফিকুল ইসলাম সুমন
(নোয়াখালী জেলা প্রতিনিধি)
নোয়াখালী সেনবাগের ঐতিহ্য বাহী মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার উদ্দ্যোগে হিফজ ছাত্রদের সবক প্রদান উপলক্ষে ইসলাহী মাহফিল -২০২৫ অনুষ্ঠিত হয়। ২রা নভেম্বর রবিবার বিকেলে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশিদের সার্বিক তত্বাবধানে আয়োজিত, মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরীফ পেশ করেন,লক্ষীপুর কমলনগর উপজেলা চেয়ারম্যান, পীর সাহেব আল্লামা খালেদ সাইফুল্লাহ।এসময় আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন, ঢাকা কুরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল,
বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব,সেনবাগ জামেয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিমুল্লাহ বশিরী,
লক্ষীপুর পোদ্দার বাজার
মাদরাসাতুল আবরার প্রধান ক্বারী
হাফেজ ক্বারী মাহফুজুর রহমানসহ দেশবরেণ্য অসংখ্য আলেম ওলামাগন।এসময় মাদ্রাসার সাধারণ সম্পাদক জাফর উল্লাহ,অর্থ বিষয়ক সম্পাদক, ইন্জ্ঞিনিয়ার আজমত হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হিফজ ও নাজেরা বিভাগের ৮ জন ছাত্রকে সবক প্রদান করা হয়।

Leave a Reply