মুন্সিগঞ্জ সদর উপজেলার রতনপুরে আনসার ক্যাম্পের পাশে ডোবা থেকে অটোচালকের ম-রদেহ উদ্ধার

লিটন মাহমুদ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদরে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে পেচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়েছে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আজ আজ ৩ রা নভেম্বর রোজ সোমবার সকালে পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের একটি ডোবায় মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন নিখোঁজ অটোচালকের স্বজনরা। পরে তারা মরদেহ শনাক্ত করেন।

মৃত মজিবর মাঝি (৪৫) বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় তিনি ভাড়ায় থেকে অটোরিকশা চালাতেন।

মজিবর মাঝির ছেলে মো. রাসেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা মুন্সিগঞ্জে একা বসবাস করতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক আমাকে ফোন দিয়ে জানালে আমি থানায় সাধারণ ডায়েরি করি। পরে আজ বাবার মরদেহ পাওয়া যায়। অটোরিকশাটির কোন হদিস নেই।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *