বরিশাল-২ (বানারীপাড়া ও উজিরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নাম ঘোষণা করা হয়েছে বিএনপির কেন্দীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
তার নাম ঘোষণার সাথে সাথে নেতা কর্মিরা উল্লাসে ফেটে পড়েন।
এ সময় বানারীপাড়া ও উজিরপুর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করে বলেন, দলের সকলে এই সিদ্ধান্তের জন্য সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানায়। এসময় বানারীপাড়া ও উজিরপুরের সকল নেতৃবৃন্দ বরিশাল ২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করে।
উল্লেখ্য,স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি ও স্থানীয় জনপ্রিয়তার কারণে এস সরফুদ্দিন সান্টু বরিশাল অঞ্চলে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত।
দীর্ঘদিন ধরে তিনি উজিরপুর ও বানারীপাড়া অঞ্চলের নেতা–কর্মীদের পাশে থেকে রাজনীতি করে আসছেন। মামলা–মোকদ্দমা বা দুঃসময়েও কর্মীদের সহযোগিতা করেছেন নিরবে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সরফুদ্দিন সান্টু সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন শিক্ষা, সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার উদ্যোগে বরিশালের গুঠিয়া এলাকায় প্রতিষ্ঠিত বায়তুল আমান জামে মসজিদ (যা “তাজমহল খ্যাত মসজিদ” নামে পরিচিত) বর্তমানে দেশের অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থাপনার একটি হিসেবে পরিচিত।
২০০৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উদ্বোধিত এ মসজিদের সঙ্গে রয়েছে ঈদগাহ, মাদ্রাসা ও কবরস্থান। সামাজিক কাজের পাশাপাশি দুর্যোগকালীন সময়েও মানবিক উদ্যোগের জন্য আলোচনায় থাকেন তিনি। বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়ান সান্টু।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রার্থিতা বিএনপির জন্য একটি শক্তিশালী বার্তা। এলাকায় তার জনপ্রিয়তা ও সামাজিক সম্পৃক্ততা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

Leave a Reply