পিরোজপুর-২ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জু সুমন

আনোয়ার হোসেন।

নেছারাবাদ, পিরোজপুর:

পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নাম ঘোষণা করা হয়েছে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহম্মেদ সোহেল মঞ্জু সুমনের।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

আহমেদ সোহেল মনজুর সুমন এ সময় নেছারাবাদে আটঘর কুড়িয়ানা গণসংযোগে ব্যাস্ত ছিলেন, তার নাম ঘোষণার সাথে সাথে নেতা কর্মিরা উল্লাসে ফেটে পড়েন।

এ সময় আহমেদ সোহেল মনজুর সুমন সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ দলের এই সিদ্ধান্তের জন্য সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ পিরোজপুর ২ আসনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে পিরোজপুর ২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো।

উল্লেখ্য, আহম্মেদ সোহেল মঞ্জু সুমন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে।তিনি ২০১৮ সালের নির্বাচনে একই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। তবে পরবর্তীতে আসনটি শরিক দল বাংলাদেশ লেবার পার্টির জন্য ছেড়ে দেওয়া হয়। এর আগে ২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপি’র প্রার্থী ছিলেন তার বাবা, মো. নুরুল ইসলাম মঞ্জু। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিএনপি’র এই ঘোষণায় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *