গোদাগাড়ীতে দুদকের বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অডিটারিয়ামে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় দুর্নীতি দমন কমিশন, রাজশাহীর আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশ গ্রহন করেন।

বির্তক অনুষ্ঠানে বির্তকের বিষয় ছিল, প্রথম পর্বে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাইন মুখ্য, দ্বিতীয় পর্বে, অভাব নয়, সীমাহীন লোভেই দুর্নীতির মূল কারন।

তৃতীয় পর্ব বা চূড়ান্ত পর্বে বির্তকের বিষয় ছিল, প্রতিরোধ নয় দমনই দুর্নীতি নির্মূলের প্রধান উপায়। চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করেন উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এবং পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তুমূল বির্তক করে, উপস্থিত দর্শকদের আনন্দ দিয়ে মহিশালবাড়ী মাধ্যমিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্ররা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার আর্প হয়েছেন পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় মহামূল্যবান বই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী দুদকের উপপরিচালক মোঃ মাহাবুবুর রহমান। পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতুমিরের সঞ্চালনায় বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহাকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিঃ দায়িত্ব) মোঃ সিদ্দিকুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, পা.রি. ও প্র. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুন্নবী সুমন। বাংলাদেশ ডিবেট ক্লাবের সভাপতি আব্দুলাহ আল বাকী, বাংলাদেশ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি মারুফ ইসলাম প্রিয়াস।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *