কে এম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে রাতের আধারে অবৈধ ভাবে পাড়কেটে বালু উত্তোলন করে কৃত্রিম নদী বানাচ্ছে জামাই শশুর। ঘটনাটি ঘটছে প্রায় মাস খানেক ধরে? জানা যায় তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পার্শ্ববর্তী ডালারপাড় গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার বাড়ির পিছনে যাদুকাটা নদীর তীরে প্রতিনিয়ত রাতের আধাঁরে অবৈধ ভাবে ইজারা বিহীন বনও খনিজ মন্ত্রণালয়ের জায়গা থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে একটি চক্র। আর এই চক্রের মুলহুতা জামাই এবং শশুর। তারা হলেন ডালার পাড় গ্রামের বাসিন্দা মৃত ইশু মিয়ার ছেলে জামাল উদ্দিন এবং তার মেয়ের জামাই নয়ন মিয়ার নেতৃত্বে পাড়কেটে ডালারপাড় গ্রামের ভিতর দিয়ে কৃত্রিম নদী বানানে হচ্ছে ? যা এলাকার গ্রামবাসীর বাড়িঘর, রাস্তাঘাট নদীর গর্ভে বিলিনের পথে। শতশত বাড়ি ঘর রয়েছে নদীর স্রুতের মুখে? অবৈধভাবে বালু উত্তোলন করে জামাই শশুর মিলে ডালার পাড় গ্রামকে বানাচ্ছে কৃত্রিম নদী । আর এসব কিছু চলছে তাহিরপুর থানা পুলিশের চোখের সামনে? এতে করে হুমকির মুখে পড়েছে প্রায় চার হাজার মানুষের বাড়িঘর। রাত ৩টা থেকে ভোর সকাল ৮ টা পর্যন্ত চলে অবৈধ সেভ মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয় সাধারণ মানুষেরা এদের ভয়ে মুখ খুলতে সাহস পায়না। প্রশাসন কেন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন না সেটাই এখন সাধারণ মানুষের মনে এক রহস্যময় প্রশ্নের জন্ম দিয়েছে? নাকি প্রশাসনের লোকেদের যোগসাজশে চলছে এমন কর্মকান্ড? কিছু দিন আগে বন ও পরিবেশ অধিদপ্তর ঐ সমস্ত বালু খেকোদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তার পরেও থামেনি জামাই শশুর সিন্ডিকেটের বালু লুঠপাটের তরঙ্গ নীলা।
এব্যপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি বলেন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডালার পাড়ের বিষয়টি শুনেছি খুঁজনিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উর্ধ্বতন কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা অসহায় নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষের। ##
সুনামগঞ্জ জাদুকা-টা নদীতে পাড়কেটে বালু উত্তোলন করে কৃত্রিম নদী বানাচ্ছে জামাই শশুর

Leave a Reply