বর্তমান সরকার নারীর ক্ষম-তায়নে নিরলসভাবে কাজ করছে-ময়মনসিংহে ডিসি মুফিদুল আলম

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছে। তৃণমূল পর্যায়ের এসব প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। আপনারা যে দক্ষতা অর্জন করেছেন, তা কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হবেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেবেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে শহরের বাঘমারা এলাকায় অবস্থিত তৃণমূল প্রশিক্ষণ অফিসে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’–এর আওতায় এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক ও যুগ্ম-সচিব মুফিদুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের মেট্রোপলিটন এলাকা ময়মনসিংহের প্রশিক্ষণ কর্মকর্তা মিলি রেজা।

তৃণমূল প্রশিক্ষণ কেন্দ্রের হাউস কিপিং ট্রেইনার মোঃ রাসেল মিয়া এবং বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স ট্রেইনার মোঃ নূরুল হুদার সহযোগিতায় বাস্তবায়িত অনুষ্ঠানে তিনটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক ট্রেড থেকে ৫০ জন করে মোট ১৫০ জন নারীকে ৫ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এতে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মকর্তা মিলি রেজা বলেন, নারীর অর্থনৈতিক উন্নয়নই সমাজের টেকসই উন্নয়নের চাবিকাঠি। আমরা চাই, এই প্রশিক্ষণ শেষে প্রতিটি নারী নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করুন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত ১৫০ জন নারী প্রশিক্ষণার্থীর প্রত্যেকের হাতে প্রশিক্ষণ ভাতার ৫ হাজার টাকার চেক তুলে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *