মহিউদ্দীন চৌধুরী।। শনিবার বিকালে চট্টগ্রামের পটিয়া নাহার পার্কে অনুষ্ঠিত বিজনেস প্ল্যাটফর্মের উদ্যোক্তা তিন দিনব্যাপী মেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চট্টগ্রাম (১২ পটিয়া) আসনের
বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর কবির, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, জিল্লুর রহমান, আবু জাফর চৌধুরী, আঙ্গুর মেম্বার, আব্দুল মাবুদ, নাজমুল হোসেন, মোঃ জাবেদ, ইমতিয়াজ, রুবেল আশরাফ উদ্দিন নয়ন প্রমুখ।এছাড়াও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম, ফরিদুল আহমদ, জয়নাল আবেদীন আঙ্গুর, আবু তৈয়ব,
আমির হোসেন সওদাগর, নাজিম উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল হক ঝুনু, মোঃ জিয়া, মোঃ ইব্রাহীম মির্জা, মোঃ কামাল ও মোঃ শহিদসহ পটিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়িত হলে দেশ ও গণতন্ত্র নতুন দিগন্তে পৌঁছাবে।

Leave a Reply