তৃণমূল বিএনপি থেকে সংসদে যাওয়ার ল-ড়াই—কুমিল্লা-৫ আসনে আলোচনায় চেয়ারম্যান মোঃ সামসুল আলম

তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির তৃণমূলের নেতা মো. সামসুল আলম এখন নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা পৌছে দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আশা প্রকাশ করেছেন।
দুইবারের নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী হয়ে, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান সামসুল আলম। দীর্ঘদিন বিএনপির তৃণমূল রাজনীতিতে সক্রিয়। তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সময় পাশে থেকে সহযোগিতা করেছেন। গত ১৭ বছরে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। স্বৈরাচার হাসিনা কে নামাতে ২০১৩,থেকে ২০২৪ সালের ৫ ই অগাষ্ট পর্যন্ত আন্দোলন করেছেন।এসব আন্দোলনে সিলেট টু কুমিল্লা সড়কের মিরপুর, মাধবপুর এলাকায় ছাত্র জনতা নিয়ে রাস্তা বেরি কেট দেন।এছাড়া
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি এলাকায় উন্নয়ন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলায় রাস্তাঘাট, সেতু, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি মাধবপুর উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন এবং পরে ঢাকার তিতুমীর কলেজের ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন; সে সময় পাক সেনারা তার বাড়িঘর পুড়িয়ে দেয়।
উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আধুনিক উপজেলা বিনির্মানের জন্য সরকারি ভাবে বিদেশ সফরেও অংশ নেন। ১৯৮৮ সালে সরকারি পর্যবেক্ষণ সফরে চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিনিধি হিসেবে ১ মাশের জন্য ইন্দোনেশিয়া গমন করেন,পরে থাইল্যান্ড ও সিঙ্গাপুর সফর করেন।
রাজনৈতিক জীবনের সূচনায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী দলে যোগ দেন। পরবর্তীতে ইউনিয়ন, উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন।
মোঃসামসুল আলম বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির নীতি-আদর্শ প্রতিষ্ঠা ও বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা আমার অঙ্গীকার।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *