গোবিন্দগঞ্জে ৩ গরু চো-রকে পিটিয়ে হ-ত্যায় ২০০ জনের বি-রুদ্ধে মা-মলা

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির ঘটনায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করেছে।

রবিবার শেষ রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালীপাড়ায় জনৈক আব্দুস সালামের বসতবাড়ির পার্শ্বে পাকা গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে ৩টি গরু চুরি করে পিকআপ যোগে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। তারপর সবাই লাঠিসোঁটা নিয়ে পিকআপটিকে ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানেও স্থানীয়দের বাঁধার সম্মুখীন হলে পিকআপ থেকে ৩জন রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দেয়। চালক গরুসহ পিকআপটি নিয়ে পালিয়ে যায়। এদিকে জনতা ইট পাটকেল ছুড়ে তাদের পুকুর থেকে টেনে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ২ চোর মারা যায়। অপরজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ২জনের লাশসহ আহত ১জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

 নিহত ৩জনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী (৩৩) এর পরিচয় পাওয়া যায়। বাকি ২জনের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি দল।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বুলবুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *