চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীর চারঘাটে পালিত হয় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং সমবায়ীবৃন্দের সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে মাধ্যমে আলোচনা শুরু হয়।
উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা বুলবুল হোসেন এর সঞ্চালনা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাঃ আব্দুল মকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান।
এ ছাড়াও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, সমবায়ের সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব বলে মনে করেন সমবায়ীরা।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Leave a Reply