“সোনালী দিন”
অবঃ সার্জেন্ট মাহবুব আলম,
কুমিল্লা ক্যান্টনমেন্ট।
মনে পড়ে সেই নবান্নের উৎসবের গান,
অগ্রহায়ণে মাঠ ভরা ছিল পাকা ধান।
কৃষকের বুকে ছিল কতো সুখের ছন্দ,
মাঠে মাঠে ছিল কত ধান কাটার আনন্দ।
ধানের বোঝা মাথায় করে জমাতো খলাঘাটে,
নৌকায় ভরে বাড়ি নিতেই সারাবেলা কাটে।
উঠোন ভরে উঁচু করে দিয়ে ধানের মাড়া,
গরু চড়ায়ে মাড়ার উপর ধান লওয়া সারা।
খড়কুটো জড়ো করে দিত খড়ের পাড়া,
কত গৃহিণীর রান্না হতো দিয়ে ক্ষেতের নাড়া।
অগ্রহায়ণে হয়না তেমন নবান্নের জয় গান,
উঁচু নীচু সব জমিতে আজ চাষ হয় ইরিধান।
আজকাল হয়না জমা খলাঘাটে ধানেরকাড়ি,
পাকা ব্রিজ নির্মাণে খালে সরাসরি যায় বাড়ি।
কার্তিক অগ্রহায়ণ মাসে হইতো কতো বান,
মাসব্যাপী পড়ে থাকতো খলাঘাটে মেরালী-
পাঞ্চায়াতের ধান।
বার্তা প্রেরক – তরিকুল ইসলাম তরুন কুমিল্লা ।।

Leave a Reply