সুজানগর(পাবনা)প্রতিনিধি : যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার সুজানগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’।এ উপলক্ষ্যে শনিবার সকালে সুজানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।পরে স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে ও ফজলুর রহমানের সঞ্চালনায় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীল রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে বিআরডিবির সভাপতি ইয়াকুব আলী প্রামানিক ও শিক্ষক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অপিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,সমবায় আন্দোলন হল সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করে এবং জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার বিষয়ের উপর গুরুত্বারোপ করে বলেনসমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সমবায় সংশ্লিষ্ট সকলকে সমবায় নীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply