মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারা দেশের ন্যয় বরগুনা জেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা জনাব মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল-মামুন শিকদার পুলিশ সুপার, বরগুনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বরগুনা সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং বরগুনা সদর উপজেলার লোকাল গভর্মেন্টের ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় বাস্তবায়িত জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতি এর সদস্য ও কমিউনিটি মোবিলাইজেশন ফেসিলিটেটর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি।।

Leave a Reply