মাসুদ সরদার।।
দলের মধ্যে বিভেদ থাকলে ধানের শীষের বিজয় অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, সকল বিরোধ ভুলে একযোগে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।
শনিবার (১ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গাজী কামরুল ইসলাম সজল বলেন, আমাদের নেতা তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে হলে দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ৪০ বছরের রাজনৈতিক জীবনে কখনও সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে যুক্ত ছিলাম না। আমার কোনো কর্মীর বিরুদ্ধেও এমন অভিযোগ নেই। তারেক রহমান সন্ত্রাসী বা চাঁদাবাজদের পছন্দ করেন না। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আসা গাজী কামরুল ইসলাম সজল বলেন, আগামী নির্বাচনে আমি যদি মনোনয়ন পাই এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমার দ্বারা কারো কোনোদিন ক্ষতি হবে না। হিন্দু সম্প্রদায়সহ কোনো ধর্মের মানুষকেই আর পালিয়ে থাকতে হবে না। কাউকে চাঁদা দিতে বা সম্পত্তি হারানোর ভয় থাকবে না।
তিনি আরও বলেন, ধর্ম ও রাজনীতি দুটি আলাদা বিষয়। ধর্ম ব্যক্তিগত বিশ্বাস, আর রাজনীতি রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত বিষয়। কেউ যেন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. জব্বার হোসেন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণার মাঝে আজ শনিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে গাজী কামরুল ইসলাম সজল আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।

Leave a Reply