নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতেও ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা সমবায় অফিসার মো: জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. শামসুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় একটি শক্তিশালী মাধ্যম। সমবায়ের মূলনীতির মাধ্যমে সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠা করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব। তারা সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,রাজশাহী।

Leave a Reply