গোদাগাড়ীতে সম-বায় দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতেও ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​গোদাগাড়ী উপজেলা সমবায় অফিসার মো: জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. শামসুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় একটি শক্তিশালী মাধ্যম। সমবায়ের মূলনীতির মাধ্যমে সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠা করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব। তারা সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *