দেলোয়ার হোসেন বাবু স্টাফ রিপোর্টার জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার চান্দার দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারী পদে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ২১ জন প্রার্থী অংশগ্রহণ করলেও সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা।
অভিযোগকারীরা বলেন, বিগত আমলেও এ প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে নিয়োগ হয়েছে। এবারও একই প্রক্রিয়ায় ফলাফল বিলম্বিত করে মনোনীত ব্যক্তিকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।”
মাদ্রাসা সূত্রে জানা যায়, মৌখিক পরীক্ষা শেষ হলেও কর্তৃপক্ষ ফলাফল স্থগিত রেখে আগামী রবিবার প্রকাশের ঘোষণা দিয়েছে। এতে প্রার্থীদের মধ্যে সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা কেন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পারছেন না?
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো মন্তব্য জানা যায়নি।

Leave a Reply